বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ একরকম চাপেরমুখে বুধবার ফিরোজ শাহ কোটলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে কোহলি অ্যান্ড কোং৷ পাঁচ ম্যাচের সিরিজে বর্তমান রেজাল্ট ২-২। সিরিজের প্রথম দুই ম্যাচ এগিয়ে থাকার পর অজি বাহিনীর দুরন্ত কামব্যাক বিরাট বাহিনীকে ব্যাকপুটে ফেলেছে। ফলে সিরিজের আজ নিশ্চয়ক ম্যাচ খুবই গুরুত্ব পূর্ণ। বিশ্বকাপের আগে কোটলার ম্যাচই দেশের জার্সিতে বিরাটদের শেষ ম্যাচ৷ স্বাভাবিকভাবে অতিরিক্ত চাপে থাকবে কোহলিবিগ্রেড৷ চলতি বছরেই অস্ট্রেলিয়ায় গিয়ে বিশ্বচ্যাম্পিয়দের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে এসেছে বিরাটের ভারত৷ কোহলির নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতে টিম ইন্ডিয়া৷ সুতরাং বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ বিরাটদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ ২-০ এগিয়ে থেকেও সিরিজ হারলে বিশ্বকাপের আগে ধাক্কা খাবে বিরাটদের প্রস্তুতি৷ ফলে আজ নিজেদের সর্ব ক্ষমতা দিয়ে মাঠে নামবে টিম ইণ্ডিয়া তা বলাই বাহুল্য।
চাপের মুখে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে কোহলি অ্যান্ড কোং
বুধবার,১৩/০৩/২০১৯
710