লক্ষণপুর ক্যানেল পাড় থেকে উদ্ধার হল শবর মহিলার দেহ


সোমবার,১১/০৩/২০১৯
511

বাংলা এক্সপ্রেস---

লালগড়: জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে দু’দিন আগে নিখোঁজ হয়েছিলেন। বছর ত্রিশের মহিলার নাম শেফালি শবর। বাড়ি লালগড় থানার রাউতাড়া গ্রামে। গত বৃহস্পতিবার লালগড় থানার বনিশোলের জঙ্গলে শেফালীর সঙ্গে স্থানীয় মহিলারা কাঠ কুড়োতে গিয়েছিলেন। পরিবারের লোকেরা নানা জায়গায় খুঁজেও তাকে পায়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট