আজকের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ম্যাচটি হারলে সিরিজ হাতছাড়া হতো অস্ট্রেলিয়ার। এত চাপের পরেও অবিশাস্য ভাবে ম্যাচ জিতে সিরিজকে জীবন্ত রাখলো অস্ট্রেলিয়া। প্রথমে টসে জিতে ব্যাট করে ভারত। শিখর ধাওয়ানের অসাধারণ ১৪৩ ও রোহিত শর্মার ৯৫ রানের দাপটে ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স ১০ ওভার বল করে ৭০ রান দিয়ে ৫ উইকেট নেন।
৩৫৯ রানের পর্বত সমান লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই গভীর সংকটে পড়ে অস্ট্রেলিয়া। ১২ রানেই অধিনায়ক ফিঞ্চ ও শন মার্শের উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। সেখান থেকে অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান উসমান খাওয়াজা এবং পিটার হ্যান্ডসকম্ব। দুজনে মিলে ১৯২ রানের পার্টনারশীপ গড়ে তোলেন। এরপর হ্যান্ডসকম্ব তাঁর জীবনের প্রথম শতরান পূর্ণ করেন।হ্যান্ডসকম্ব আউট হওয়ার পর এই সিরিজে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এস্টন টার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ের উপর ভর করে ভারতকে ৪ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।