ঝাড়গ্রাম: শুক্রবার জামবনি ব্লকের শালিকাতে ইন্টিগ্রেটেড হাইস্কুলের হোস্টেল বিল্ডিং এর উদ্বোধন করলেন বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম। লালগড়ে শাখাখুলা এবং ভুলাগেরিয়াতে স্কুলের উদ্বোধন করেন লালগড় পঞ্চায়েত সমিতির সভাপতি পরিতোষ মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন জামবনির বিডিও সৈকত দে প্রমুখ।
হোস্টেল বিল্ডিং এর উদ্বোধন করলেন বিনপুরের বিধায়ক
রবিবার,১০/০৩/২০১৯
611
বাংলা এক্সপ্রেস---