ঝাড়গ্রাম: গোপীবল্লভপুর-১ ব্লকে বৈতালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে নারী দিবস প্রাথমিক বিদ্যালয়ে নারী দিবস ঘটা করে পালিত হল। এদিন সকালে স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে একটি প্রভাতফেরি হয়। স্কুল পড়ুয়া ও গ্রামের মহিলাদের নিয়ে বাল্যবিবাহ নিয়ে একটি সচেতনতা মূলক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয়কুমার দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় পান্ডা।
তারপর স্কুলে স্থানীয় মহিলাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে গ্রামের মহিলারা শপথ করেন ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে দেবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় পান্ডা বলেন, ওড়িশা সীমান্তবর্তী এলাকারা প্রত্যন্ত এলাকায় ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে যায়। রাজ্য সরকার মেয়েদের কন্যাশ্রী চালু করেছে। এরফলে মেয়েদের শিক্ষার হার বেড়েছে। তাই অভিভাবকদের সচেতন করতে এই শপথ পাঠে অনুষ্ঠান হয়েছে।