নয়াগ্রামে হরিন সাবক উদ্ধার


রবিবার,১০/০৩/২০১৯
508

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: উদ্ধার হলো একটি হরিন সাবক,ঘটনা ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত নিচু পাতিনা,ঘটনায় জানা য়ায় নিচু পাতিনা সংলগ্ন লাগুয়া জঙ্গল থেকে বিরিয়ে আসে একটি হরিণ স্বাবক,হরিণটিকে দেখে ৩ টি কুকুর তাড়া করে ধরে ফেলেও কামড় দেয়।

কুকুরের শব্দ পেয়ে ছুটে আসে, সুকমার বেরা, শিবশঙ্কর বেরা, দীপংকর বেরা, শুভঙ্কর বেরা। কুকুরটিকে তাড়িয়ে হরিন কে নিচু পাতিনা গ্রামে নিয়ে আসেন প্রাথমিক ভাবে জল দিয়ে সুস্থ রাখারা চেষ্টা করেন। কিছু খন থাকার পর হরিণ টি মারা যায়। তারপর চাঁদাবিলা রেঞ্জ ওফীসে খবর দেওয়া হয়, চাঁদাবিলা থেকে রেঞ্জ ওফীসর বিশ্বনাথ মুদি কুড়া এসে মৃত হরিন কে নিয়ে য়ান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট