কোহলির সেঞ্চুরি সত্ত্বেও ম্যাচ বাঁচাতে পারল না ভারত। ৩২ রানে হারলো অস্ট্রেলিয়ার কাছে। কোহলি ১২৩ রানের এক অসাধারণ ইনিংস খেললেন তবুও ম্যাচ বাঁচাতে পারল না ভারত। পাঁচ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ২-১ এ এগিয়ে ভারত। সিরিজ জিততে গেলে ভারতকে বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে জিততে হবে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে বাকি দুটো ম্যাচের দুটোতেই জিততে হবে।
প্রথমে ব্যাট করে ফিঞ্চ এবং খাওয়াজার ওপেনিং জুটি প্রথম উইকেটের জন্য ১৯৩ রানের পার্টনারশীপ গড়ে তোলে। শেষের দিকে ম্যাক্সওয়েল, স্টোইনাস, কেরীর ঝোড়ো ইনিংসের উপর ভর করে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৩১৩ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে ২৭ রানেই ৩ উইকেট হারায় ভারত। এরপর কোহলি প্রথমে ধোনিকে সঙ্গে নিয়ে এবং পরে কেদার যাদব, বিজয় শঙ্করকে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোহলি নিজে ছাড়া দলের বাকি খেলোয়াড়দের ব্যার্থতার কারণে সেটা সম্ভব হয়নি।