বেলপাহাড়ি: ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের গজগিরি গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতের নাম লতিকা সিং। তিনি বাড়ির বারান্দায় বসে সন্ধ্যায় বেলায় বাবুই দড়ি পাকাছিলেন। ওই সময় তাঁর বাম পায়ে এসে চন্দ্রবড়া ছোবল দেয়। বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে গতকাল বিকেলে মৃত্যু হয়।
বাবুই দড়ি পাকানোর সময় সাপের ছোবলে মৃত্যু হল এক বৃদ্ধার
বৃহস্পতিবার,০৭/০৩/২০১৯
713
বাংলা এক্সপ্রেস---