বেগুন তুলতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু এক ছাত্রের


বৃহস্পতিবার,০৭/০৩/২০১৯
519

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: চাষজমিতে বেগুন তোলার সময় সাপের কামড়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মৃত ছাত্রটির নাম সাহেব মুর্মু (১৪)। গত সোমবার রাতে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে সাহেবের মৃত্যু হয়। সাহেব সাঁকরাইলের ধগাড়ি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।

সাঁকরাইল থানার পচাখালি গ্রামের ঘটনা। জানা গিয়েছে, সাঁকরাইল থানার পচাখালি গ্রামে বাড়ি সাহেব মুর্মুর। বাবা রঘুনাথ মুর্মু জমিতে বেগুন লাগিয়ে ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি জমিতে বেগুন তুলতে গিয়েছিল সাহেব। অচমকা তাকে কামড়ে দেয়। ঘটনার পরই পরিবারের লোকজন তাকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে ভর্তি থাকার পর গত সোমবার রাতে হাসপাতালেই সাহেবের মৃত্যু হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট