পূর্ব মেদিনীপুর: মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম এর দক্ষিন দিকে এক মিনিট তফাতে এক মৃত্তিকা শিল্পী তার আপন মনে বংশানুক্রমে চিরাচরিত রীতি নীতি অনুসরণ করে আধুনিকতার ছোঁয়ায় মাটির ভাঁড় তৌরী করে এগিয়ে চলেছেন সাংসারিক জীবন যাপন জীবিকার তাগিদে। বছর চল্লিশের এই মৃত্তিকা শিল্পী দিবারাত্রি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান। পরিবেশ দূষণ রোধে,চা খেতে মাটির ভাঁড়ের জুড়ি মেলা ভার বলা চলে।
কারন মাটির ভাঁড়ে খেলে একটা আলাদা অনুভুতি কাজ করে, ভালো লাগে পোড়া পোড়া একটা সেন্ট লাগে। যেখানে ঢাক ঢোল পিটিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে, পরিবেশ দূষন রোধের কার্যক্রম, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে, প্লাস্টিক বর্জন করতে হবে, ইত্যাদি। সেখানে মৃত্তিকা শিল্পী তার আপন মনে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তাদের কর্মদক্ষতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন।
পরিবেশ বান্ধব মৃত্তিকা শিল্পের যাবতীয় পারিবারিক জীবন যাপনে ধর্ম বর্ণ নির্বিশেষের আচার আচরণ পারিবারিক ঐতিহ্য লোকাচার চিরাচরিত রীতি নীতি অনুসরণ করে উৎসব অনুষ্ঠানে পর্যায়ক্রমে মৃত্তিকা শিল্পীদের উৎপাদিত পণ্যের ব্যাবহার্য্য সামগ্রী নিয়ে। মাটির তৈরি থালা বাসন বাটি গ্লাস ভাঁড় নানান রকমের হাঁড়ি,খুরি,তাওয়া,কড়া,ঝাঁকি কলসি সহ আরো কত কিছু যা নানান ধরনের মেলায় উৎসবে পাওয়া যায়।
এছাড়াও নিদৃষ্ট কিছু দোকানে আজও পাওয়া যায়। আমাদের মতো দরিদ্র দিনমজুর প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে সাহায্য সহযোগিতা করতে বিশেষ ভূমিকা গ্রহণ করতে সরকারের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের জীবন যাপন জীবিকার মান উন্নয়নে এগিয়ে আসার আহবান করছি সরকারের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি বলে জানান আমাদের প্রতিনিধি র মাধ্যমে।