‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই স্লোগানের আওয়াজ কে জারি রাখল পশ্চিমবঙ্গ তথা কোলকাতার কবি, সাহিত্যিক, লেখকরা। সেই উপলক্ষে আজ উঃ কোলকাতার রামমোহন হলে ঘৃণাও অসহিষ্ণুতার বিরুদ্ধে “যুদ্ধ নয় শান্তি চাই” এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে হাজির ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত,অমিয় দেব,অমরেন্দ্র চক্রবর্ত্তী ও শঙ্খ ঘোষ সহ প্রমুখ বুদ্ধিজীবি ব্যাক্তিত্বরা। তাদের সবার মুখে স্লোগান ছিল মূলত যুদ্ধ চাইনা যুদ্ধ হলে দেশে তথা রাষ্ট্রের ক্ষতি, ভোটের জিগীর তুলে যুদ্ধের স্বপক্ষে আওয়াজ তোলা হচ্ছে। এই আওয়াজ বন্ধ করলে সমগ্র মানব জাতির কল্যাণ হবে।