শহরে কৃষক বিক্ষোভ


মঙ্গলবার,০৫/০৩/২০১৯
493

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: অকাল বর্ষণে আলু, পেঁয়াজ, বাদাম সহ সব্জির ব্যাপক ক্ষতিতে মাথায় হাত কৃষকদের। এরকম অবস্থায় গরবেতা, কেশপুর, শালবনি মেদিনীপুর সদর ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কৃষক মঙ্গলবার জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখায়। এদিন মেদিনীপুর স্টেশন থেকে একটি মিছিল কেরানিতোলা, বটতলা, কলেজ রোড হয়ে কালেক্টরেট মোড়ে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকে।

এসইউসিআই(কমিউনিস্ট) দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক নারায়ণ অধিকারী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তুষার জানা, কৃষক নেতা প্রভঞ্জন জানা এদিনের মিছিলে নেতৃত্ব দেন। মিছিল থেকে দাবি ওঠে অবিলম্বে সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে, কুইন্টাল প্রতি 800 টাকা দরে আলু কিনতে হবে, এছাড়াও অন্যান্য সবজির যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ অবিলম্বে সরকারকে দিতে হবে। পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল এ ডি এম জেনারেল প্রণব বিশ্বাসের সাথে দেখা করে দাবিপত্র তুলে দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট