বর্ডারে শহীদ হওয়া সনাতন সরেনের দেহ পৌঁছলো তার গ্রামের বাড়িতে


সোমবার,০৪/০৩/২০১৯
467

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: বর্ডারে শহীদ হওয়া গোপীবল্লভপুরের ছেলে সনাতন সরেনের দেহ তার গ্রামের বাড়িতে পৌঁছলো। আজ সকালে দেহ পৌঁছায় তার বাড়িতে। গোপীবল্লভপুরের বড়তাড়কি গ্রামে তার বাড়ি। দেশের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন সনাতন। গিয়েছিলেন, পরিবার পরিজনকে ছেড়ে দেশমায়ের কোলে নিজের জীবনের পরোয়া না করেই।

কিন্তু, এভাবে তাঁকে জাতীয় পতাকায় মুড়ে কফিন বন্দি হয়ে ফিরতে হবে, তা তার পরিবারের কেউই মেনে নিতে পারছেন না। গোটা গ্রাম জুড়ে, শোকের ছায়া নেমে এসেছে সনাতনের শহীদ হওয়ার খবর শুনে। আজ তাঁর দেহ যখন গ্রামের বাড়িতে এসে পৌঁছোয় গোটা গ্রাম জুড়ে মানুষের ঢল শেষবার শহীদ সনাতন কে দেখতে পাওয়ার জন্যে। সনাতন শহীদ হয়েছেন ঠিকই কিন্তু, তিনি বেঁচে থাকবেন গোটা গোপীবল্লভপুরের গর্ব হয়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট