বিষের ফাইল নিয়ে পথ অবরোধ আলু চাষিদের


সোমবার,০৪/০৩/২০১৯
561

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: গত কয়েকদিনের খারাপ আবহাওয়া ও অকাল বৃষ্টির দরুন ব্যাপক হ্মতি হয়েছে আলু সহ নানান সব্জি চাষের। জেলার বিভিন্ন ব্লকের কৃষি জমিতে এখনো জমে রয়েছে জল। এর ফলে চাষিরা বিশেষ করে যারা ঋণ নিয়ে চাষ করেছে তাদের মাথায় হাত।

আর এই ঘটনাকে সামনে রেখে হ্মতিপুরনের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের নেড়াদেউল মতিকুলিতে আজ পথ অবরোধ করে চাষিরা। মাথার কাছে বিষের ফাইল রেখে রাস্তায় শুয়ে বিক্ষোভ – অবরোধ শুরু করে চাষিরা। সকাল থেকে বেশ কিছুহ্মন চলে এই অবরোধ। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কেশপুর চন্দ্রকোনা রাজ্য সড়ক। পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট