প্রণবানন্দ জন্ম জয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা


সোমবার,০৪/০৩/২০১৯
577

বাংলা এক্সপ্রেস---

ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা  স্বামী প্রণবানন্দ মহারাজের জন্ম জয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা বের হল কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয় থেকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। শোভা যাত্রার শুরুতে ছিলেন অশ্বারোহী সন্ন্যাসীরা। হিন্দু ধর্মের বিভিন্ন রীতি নিয়ম মেনে এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয় এই পদযাত্রার মাধ্যমে। সংঘের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা রাসবিহারী এভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, আশুতোষ মুখার্জী রোড, গড়িয়াহাট ও হাজরা মোড় হয়ে  প্রধান কার্যালয়ে শেষ হয়।

আজ শনিবার দুপুরে শোভাযাত্রার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, আজকে যেভাবে দেশজুড়ে হানাহানি ও হিংসা ছড়িয়ে পড়েছে তা রুখতে স্বামী প্রণবানন্দের দেখানো পথে নতুন প্রজন্মকে এগিয়ে চলতে হবে। তিনি বলেন, প্রণবানন্দ মানুষে মানুষে মহা মিলন ও মহা জাগরন চেয়েছিলেন। মিলন ও জাগরনের মাধ্যমেই মানুষ একে অপরের সঙ্গে সহযোগিতায় অন্ধকারকে দূর করে আলোর পথে চলতে হবে সকলকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট