পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন বিজেপি রাজ্য সভাপতি। কেশিয়াড়িতে অপহরণ ও মারধরের ঘটনায় জামিন নিতে হল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। প্রসঙ্গত নির্বাচন পরবর্তী সময়ে বোর্ড গঠনকে কেন্দ্র করে গত বছর আগস্ট মাসে উত্তপ্ত হয়ে ওঠে কেশিয়াড়ি। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। উইড়া পঞ্চায়েত সদস্য মহিলা পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েক জন তৃনমূল সদস্যকে অপহরণ করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় কেশিয়াড়ি থানায়। সেই মামলায় অভিযুক্তদের মধ্যে বাকিরা জামিনে মুক্ত থাকলেও এদিন দিলীপ ঘোষকে সশরীরে হাজির হয়ে জামিন নিতে হয়।জামিন অযোগ্য ধারা থাকলেও দিলীপ ঘোষ এদিন মামলায় জামিন পান। কোর্ট থেকে বেরিয়েই দিলীপ ঘোষ জানান, তাদের রোখা যাবে না।