ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর একদিনের সিরিজ আর ওয়েস্টইন্ডিজের পক্ষে জেতা সম্ভব নয়, কিন্তু ওয়েস্টইন্ডিজের পক্ষে খুশির খবর ক্রিস গেইলের ফর্মে ফেরা। যেটা বিশ্বকাপের আগে ওয়েস্টইন্ডিজ দলকে অনেক খানি আত্মবিশ্বাস যোগাবে।চথুর্ত একদিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২৯ রানে হারল ওয়েস্টইন্ডিজ।
কিন্তু ওয়েস্টইন্ডিজ যে ভাবে খেলল তাতে তারা ম্যাচটি জিততেও পারত। ইংল্যান্ডের ৪১৮ রানের জবাবে ওয়েস্টইন্ডিজ করে ৩৮৯। জস বাটলারের ১৫০ রানের জবাবে গেইল করেন ১৬২ রান। এই ম্যাচে গেইল আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০টা ছয় মারার রেকর্ড করেন। ৪৮ তম ওভারে আদিল রশিদ ৫ বলে ৪ উইকেট না পেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।