যুদ্ধের বিরুদ্ধে কলকাতায় মিছিল অলীক চক্রবর্তীদের


বুধবার,২৭/০২/২০১৯
904

বাংলা এক্সপ্রেস---

পুলওয়ামায় জঙ্গী হানার ঘটনার পর দেশজুড়ে সাম্প্রদায়িক উন্মাদনা, উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধজিগির সৃষ্টি করতে সচেষ্ট হয়েছে বিজেপি-সঙ্ঘ পরিবার। রবিবার শহরের রাজপথে মিছিল করে এমনই অভিযোগ তুলল কয়েকটি নকশাল পন্থী সংগঠন। মিছিলে পা মেলান ভাঙড়ের কৃষি জমি ও জীবন জীবিকা রক্ষা কমিটির সদস্যরাও। এদিনের মিছিল থেকে আরও অভিযোগ তোলা হয় এরাজ্যেও আক্রান্ত হচ্ছেন যুদ্ধবিরোধী, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।

আক্রান্ত হচ্ছেন জন্মসূত্রে কাশ্মীরি মানুষেরাও। নির্বাচনের আগে উচ্চস্বরে ‘বদলা’, ‘যুদ্ধ’ ইত্যাদির কথা বলে সুচতুর ভাবে ভুলিয়ে দেওয়া হচ্ছে রাফায়েল সহ অন্যান্য দুর্নীতির অভিযোগের কথা, রেকর্ড ছোঁয়া বেকারত্বের হারের কথা। কৌশলে এসব করা হচ্ছে বলে এদিন অভিযোগ তোলেন নকশাল পন্থী রেড স্টার নেতা অলীক চক্রবর্তীরা। পুলওয়ামা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করা হয় এদিনের মিছিল থেকে। উল্লেখ্য, এপিডিআর এর মিছিলের ওপর আরএসএস-এর হামলার অভযোগ উঠেছিল। একই বক্তব্য উঠে এসেছিল ওই মিছিল থেকেও। তাই এদিন পুলিশ ছিল যথেষ্টই সতর্ক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট