পশ্চিম মেদিনীপুর: দৃশ্যমানতা কম থাকায় তেল নিয়ে বেরোনোর সময় গাড়ি পার্কিং করতে গিয়ে উল্টে পড়ল ড্রেনে।ঘটনা আজ সকাল ১০ টার সময়ের। বেলদা ইন্ডিয়ান ওয়েল পাম্প থেকে তেল নিয়ে বেরোনোর সময় পাশে নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি।
জানা গিয়েছে, এগরা স্টেট ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক ম্যানেজার সহ দুইজন ওই গাড়িটিতে করে বেলদাতে ফিল্ড ভিজিট এ এসেছিল।হঠাৎ ই তেল নিয়ে বেরোনোর সময় ঘটে এই দূর্ঘটনা। ব্যাঙ্কের ম্যানেজার বলেন-“সকলে সুরক্ষিত রয়েছে।তবে বৃষ্টির কারনে দৃশ্যমানতা কম ছিল।আর সামনে থাকা নয়ানজুলিতে কোন ব্যারিকেড না থাকায় পড়ে যায়।”পাম্প মালিকের বক্তব্য নিজেদের কারণে এই দূর্ঘটনা ঘটে।