আবহাওয়ার খামখেয়ালিপনায় বিপদের মুখে চাষীরা


বুধবার,২৭/০২/২০১৯
510

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া সহ অধিকাংশ জেলায় বসন্ত বাতাসে নেমে এসেছে ঝড় বৃষ্টি বজ্রপাত।গত রবিবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় চলে বৃষ্টি। বিশেষ করে হাওড়া গ্ৰামীণ এলাকায় শাক সবজি,আলু,ফুল চাষের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন চাষীরা। এমনকি নিম্ন মানের কাঁচা ঘরবাড়ি খারাপ হয়ে পড়েছে, টিন টালির চালার ঘরের অবস্থা অত‍্যান্ত শোচনীয় অবস্থায় আছে বলে জানা গেছে। হাওড়া গ্রামীণ এলাকায় অবস্থিত এই সকল ঘরের দরিদ্র দিনমজুর প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাপন জীবিকার সদস্যদের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিরা তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

সারাদিন ধরে দফায় দফায় ঝোড়ো হাওয়া বৃষ্টিতে ভিজে ভিজে পথচারীরা জেরবার। বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। কোথাও কোথাও গাছ পালা পড়ে যাতায়াত সমস্যা সময়িক বিঘ্নিত হয় বলে জানা যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ও সহযোগী অভিবাবক অভিবাবিকাদের কিছু টা দুর্বিপাকে পড়তে দেখা যায়। কচি কাঁচাদের নিয়ে ভিজে ভিজে বিদ‍্যালয় পৌঁছে ও নিয়ে ফিরতে দেখা গেল সেই দৃশ্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট