বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ দেগঙ্গা থানার জীবনপুর এলাকায় মদের ঠেকে হানা দিয়ে পুলিশ উদ্ধার করল ৩৫ বস্তা চা। গোপন সূত্রে খবর পেয়ে এদিন দেগঙ্গা থানার পুলিশ একটি মদের ঠেকে হানা দিয়ে প্রচুর বেআইনি চা পাতা উদ্ধার করে। আনুমানিক চায়ের পরিমান প্রায় এগারোশো কেজি। চা উদ্ধারের পাশাপাশি ধরা পড়লো সোনারপুরের এক কুখ্যাত দূষ্কৃতি। গতকাল রাতে পুলিশ হানা দেয় দূষ্কৃতি কে পাকড়ায়ো করে। আজ
তাকে তোলা হচ্ছে বারাসত কোর্টে। উদ্ধার হওয়া চা ব্যাজেইয়াপ্ত করা হয়েছে । ঘোটনায় মূল অভিযুক্ত এখনো পলাতক। তবে কোথা থেকে এই বিপুল পরিমাণ চা এখানে আনা হল তার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
মদের ঠেকে হানা উদ্ধার ৩৫ বস্তা চা
মঙ্গলবার,২৬/০২/২০১৯
580