পাকড্রোন গুলি করে নামাল বায়ুসেনা


মঙ্গলবার,২৬/০২/২০১৯
3473

বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ ভারতীয় বায়ুসেনার পাক জঙ্গীর উপর প্রত্যাঘাতের কিছু পর আনুমানিক ৬.৩০ মিনিট নাগাদ গুজরাত কচ্ছ সীমান্তে পাক ড্রোন ঢুকে পড়ে বলে জানা যায়৷সঙ্গে ভারতীয় বায়ুসেনার তৎপরতায় গুলি করে তা নামিয়ে আনা হয়।এই ড্রোনের প্রবেশের আসল কারণ কি তা খতিয়ে দেখছে প্রশাসনিক মহল। উল্লেখ্য ভারতীয় সেনার উপর আত্মঘাতী জঙ্গীহানার পর এদিন ভোর ৩.৩০ নাগাদ ভারতীয় বায়ুসেনা জোড়ালো প্রত্যাঘাত হানে পাক জঙ্গী ঘাটিতে। তার কিছু সময়ের পর মঙ্গলবার ভোর ৬.৩০ মিনিট নাগাদ এই পাক ড্রোন ঢুকে পড়ে গুজরাত সীমান্তে৷ নজরে আসার সঙ্গে সঙ্গেই তা গুলি করে নামায় ভারতীয় বায়ুসেনা৷ ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পরে এই পাক ড্রোনের প্রবেশ কী অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে সেই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠলেও, ভারত যে সতর্ক তাই ফের একবার হাতেনাতে প্রমাণ দিয়ে পাক ড্রোন গুলি করে নামিয়ে দেয় তারা৷

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট