মুর্শিদাবাদ জেলা থেকে ২৫টি নতুন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের শুভ সূচনা করলেন, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী


সোমবার,২৫/০২/২০১৯
542

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে মুর্শিদাবাদ জেলা থেকে ২৫টি নতুন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের শুভ সূচনা করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার দুপুরে বহরমপুর রবীন্দ্র সদনের সামনের মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রদীপ প্রজ্জ্বলের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিস সুপার মুকেশ কুমার, জেলাশাসক পি উলগানাথন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন মন্ডল, জেলা শ্রমদফতরের মন্ত্রী জাকির হোসেন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান মিহির গোস্বামী সহ জেলা অন্যান্য বিধায়কগন। মন্ত্রী শুভেন্দু অধিকারী সবুজ ফ্লাগ উড়িয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে ২৫টি নতুন বাসের শুভ সূচনা করেন। মন্ত্রী বলেন জেলার ১৪টি রুট দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বাসগুলি যাতায়াত করবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট