রুদ্বশ্বাস লড়াইয়ে জয়ী অস্ট্রেলিয়া


রবিবার,২৪/০২/২০১৯
572

বাংলা এক্সপ্রেস---

সহজ লড়াইটাকে কঠিন করে তুলেও শেষ পর্যন্ত জিতে গেল অস্ট্রেলিয়া। টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। এরপর অধিনায়ক বিরাট কোহলি এবং লোকেশ রাহুল দ্বিতীয় উইকেটের জন্য ৫৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। ১০০ রানেই ৬ উইকেট হারায় ভারত। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে ভারত। ধোনি শেষ পর্যন্ত উইকেটে থাকলেও ৩৭ বলে মাত্র ২৯ রান করেন।

নাথান কুলটোর নাইল ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ১২৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৫ রানেই দু উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ডার্সি শর্টকে সঙ্গে নিয়ে গ্লেন ম্যাক্সওয়েল ৮৪ রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টনারশিপ গড়ে দলকে জেতার দোড়গোড়ায় পৌঁছে দেন। কিন্তু ৫৬ রানে ম্যাক্সওয়েলের আউট হওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে বিপর্যয় নামে এবং ১১৩ রানেই ৭ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। কিন্তু শেষে কামিংস ও রিচার্ডসনের ব্যাটিংয়ের উপর ভর করে শেষ ওভারের শেষ বলে ম্যাচ যেতে অস্ট্রেলিয়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট