পশ্চিম মেদিনীপুর: মাওবাদীদের দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যৌথ মঞ্চ মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখিয়েছে। পরিবারগুলির দাবি ছিল, শহিদ ও নিখোঁজ পরিবারগুলির প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকুরি দেওয়া,
ক্ষতিগ্রস্তদের পরিবারকে কেন্দ্র থেকে ১০ লাখ ও রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া ও মাওবাদী আক্রমণের ফলে নিখোঁজ ব্যাক্তিদের মৃত বলে ঘোষণা করা সহ বেশ কয়েক দফা দাবিতে আজ পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরের কেরানিটোলায় অবরোধ করে বিক্ষোভ দেখায় শহিদ ও নিখোঁজ পরিবারের যৌথ মঞ্চ।
সংগঠনের নেতাদের অভিযোগ, সরকার মাওবাদীদের চাকরি দিচ্ছে, কিন্তু মাওবাদীদের দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আজও বঞ্চিত রয়েছে। এদিন তারা কেরানিটোলায় প্রায় এক ঘণ্টার বেশী সময় ধরে অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলেও জানান সংগঠনের নেতৃত্বরা।