পশ্চিম মেদিনীপুর: ভারতে থেকে পাকিস্তানকে “আই লাভ ইউ” লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল এক যুবক। তারপরই রাগ জ্বলে উঠে সবার মধ্যে। ঘটনা মেদিনীপুর শহরের। মেদিনীপুর স্টেশন সংলগ্ন রেলের কোয়ার্টারে থাকেন অর্ঘ্য দে নামে ওই যুবক। অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য লিখে পোস্ট করেন। পাশাপাশি পাকিস্তানকে “আই লাভ ইউ” বলেও লেখেন।
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই পোস্ট। এরপর এলাকাবাসীরা ওই যুবকের বাড়িতে চড়াও হন।অর্ঘ্যকে বাড়ি থেকে বার করে স্টেশনের সামনে আনা হয়। তারপর তাঁকে কানধরে ওঠবস করানো হয়। এমনকি রাস্তায় নাকখত দেওয়ানো হয়। পরে খবর পেয়ে পুলিস গিয়ে ওই যুবককে উদ্ধার করে। জানা গিয়েছে, অর্ঘ্যের বাবা রেলকর্মী। রেল কোয়ার্টারে বাবা-মায়ের সঙ্গে থাকেন তিনি।
কিন্তু ঘটনার পর অর্ঘ্যের নিরাপত্তার স্বার্থেই পুলিস তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে। যুবকের বিরুদ্ধে থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে কেন ওই যুবক একাজ করল, তা খতিয়ে দেখছে পুলিস। আতঙ্কে ঘরছাড়া অর্ঘ্যের পরিবারের সদস্যরা।