গোলাবাড়িতে অভিনব কায়দায় চুরি


শনিবার,২৩/০২/২০১৯
551

আক্তারুল খাঁন---

হাওড়া: ফের চুরির ঘটনা ঘটল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায়। তবে এই চুরির ঘটনাটি প্রাচীন পন্থায় ঘটেছে, যা সকলকে অবাক করার মত। শনিবার ভোররাতে স্থানীয় বামনগাছির একটি জুয়েলারি দোকানে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দোকান খুলতে এসে দোকানের গেট ভাঙা দেখতে পায় দোকানের মালিক। এরপর তিনি খবর দেন থানায়। পুলিশ এসে দোকানে ঢুকে দেখে দোকানের ছাদের অ্যাসবেসটার ভেঙে দোকানে ঢোকে দুষ্কৃতিরা।

এরপর দোকানের গ্রিল ভেঙে তারা সোনা ও রূপার গয়না নিয়ে চম্পট দেয়। পুলিশের অনুমান, দুষ্কৃতিরা চুরির পর জিনিসপত্র নিয়ে ছাদ দিয়েই পালিয়ে যায়।ওই জুয়েলারি দোকানের মালিক তরুণ অধিকারী এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন।,তিনি বলেন , দোকানে এই ধরনের চুরির ঘটনা প্রথম ঘটল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট