বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ আপ নির্ভর ক্যাব গাড়ির বেপোরোয়া গতি,দুই গাড়ির সংঘর্ষ।ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় চাঞ্চল্য। বিকেল ৫-১৫মিনিট নাগাদ সল্টলেক পিএন বি মোড় থেকে সি-এ আইল্যান্ড যাওয়ার সময় আচমকাই দ্রুত গতির ক্যাব ইন্ডিকা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে । ঘটনায় দুটো গাড়ির ভিতরে কোন আরোহী ছিলেন না। ঘটনার পড়ে এক চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। আরএক গাড়ির চালককে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সল্টলেকের সরকারী হাসপাতালে। গাড়িতে কোন আরোহী না থাকায় এলাকায় তেমন কিছু ক্ষতি হয়। তাসত্ত্বেও এলাকায় বেশ কিছুক্ষনের জন্য যানচলাচলের বিগ্ন ঘটে। গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
ক্যাবের বেপোরোয়া গতি!সংঘর্ষ
শনিবার,২৩/০২/২০১৯
846