গ্যাস ট্রাঙ্কার লিক হয়ে ৩৪নং জাতীয় সড়কে যান চলাচল বন্ধ


শুক্রবার,২২/০২/২০১৯
491

বাংলা এক্সপ্রেস---

ফরাক্কাঃ গ্যাস ট্রাঙ্কার লিক হয়ে যাওয়ায় ৩৪নং জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। শুক্রবার ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে ফরাক্কার এনটিপিসি মোড়ে এলাকায়। এদিন খুব ভোরে একটি গ্যাস ভর্তি ট্রাঙ্কারে অপর একটি ট্রাক ধাক্কা মারলে গ্যাসের ট্রাঙ্কারের ভাল্বটি ভেঙ্গে গ্যাস বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এনটিপিসির দমকল বাহিনী।

তারা এসে এলাকা ফাকা করে দেয় এবং ৩৪নং জাতীয় সড়কের যান চলাচল সম্পূর্ন ভাবে বন্ধ করে দেন। তারা জানান যে, পাশের জেলা মালদা থেকে গ্যাস ট্রাঙ্কারের ভাল্ব সারানোর জন্য খবর পাঠানো হয়েছে। তারা এলেই ট্রাঙ্কারটি সারিয়ে তারপর যান চলাচল স্বাভাবিক করা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট