বহরমপুরঃ চতুর্থ শ্রেনীর ছাত্রকে পিটিয়ে অজ্ঞান করে দেবার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে জেএনএকাডেমি নামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। সূত্রের খবর বৃহস্পতিবার সকালে সুদীপ মন্ডল নামে চতুর্থ শ্রেনীর এক ছাত্রকে অমিত নন্দী নামে এক স্কুল শিক্ষক বেধড়ক মারধোর করে। সে অজ্ঞান হয়ে গেলে তাকে ফেলে স্কুলের তরফ থেকে মৌন মিছিলে বেরিয়ে যায় স্কুল শিক্ষক ও অন্যান্য ছাত্ররা বলে পরিবারের অভিযোগ।
তারপর বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে সুদীপ। বাড়ির লোক জানতে পারে স্কুলের শিক্ষকের মারধোরের ফলেই সে অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে স্কুলে এসে বিক্ষোভ দেখায় ছাত্রের অভিভাবকেরা। এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে চেয়েছেন প্রধান শিক্ষক সম্বল গতি মন্ডল বলে জানা গিয়েছে। অসুস্থ ছাত্রের পরিবারের তরফ থেকে বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।