আগ্নেয়াস্ত্র, গুলি এবং বোমা তৈরীর মশলা সহ গ্রেপ্তার তিন


বৃহস্পতিবার,২১/০২/২০১৯
542

বাংলা এক্সপ্রেস---

সুতিঃ আগ্নেয়াস্ত্র, গুলি এবং বোমা তৈরীর মশলা সহ গ্রেপ্তার তিন। বুধবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানায় জঙ্গীপুর SDPO প্রসেনজিৎ ব্যানার্জী এক সাংবাদিক সম্মেলন করে বলেন, মঙ্গলবার গভীর রাত্রে সুতি থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে এলাকার চাঁদমারি গ্রামে নাবিরুল সেখের বাড়িতে তল্লাশি চালিয়ে নাজির হোসেন(৪৫), আকবর সেখ(২৪) এবং নাবিরুল সেখ(২১) নামে তিনজনকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩টি ওয়ান সাটার আগ্নেয়াস্ত্র, ১০রাউন্ড তাজা কার্তুজ এবং ১০কেজি বোমা তৈরীর মশলা। কিভাবে আগ্নেয়াস্ত্র গুলি সেখানে আনা হল আর কি উদ্দেশ্য নিয়ে সেগুলি আনা হয়েছে, কি কাজে সেগুলি ব্যাবহার করা হতো, কাকে সেগুলি দেওয়া হতো তারও তদন্ত শুরু করেছে পুলিস। ধৃতকে বুধবার আদালতে তোলা হলে পুলিস তাদেরকে ৫দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট