রঘুনাথগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক


বৃহস্পতিবার,২১/০২/২০১৯
464

বাংলা এক্সপ্রেস---

রঘুনাথগঞ্জঃ রঘুনাথগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রে রঘুনাথগঞ্জ থানার কানপুর বহুতালী রাজ্যসড়কের উপরে। ধৃত ছিনতাইবাজের নাম গোলাপ সেখ। সূত্রের খবর বুধবার রাত্রে ছিনতাই করার উদ্দেশ্য নিয়ে গোলাপ সেখ ও তার এক সঙ্গী কানপুর বহুতালী রাজ্যসড়কের উপরে দাঁড়িয়ে ছিল। পুলিস সূত্র মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিসকে দেখে তারা পালাতে সক্ষম হলেও পুলিসের জালে ধরা পড়ে যায় গোলাপ সেখ।

অপর সঙ্গী সেখান থেকে চম্পট দিয়ে গা ঢাকা দেয়। পুলিস ধৃত গোলাপ সেখের বাড়ি সামসেরগঞ্জ থানার কৃষ্ণগঞ্জ এলাকায়। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করে ২টি ওয়ান সাটার পিস্তল এবং ২রাউন্ড তাজা কার্তুজ। বৃহস্পতিবার ধৃত গোলাপ সেখকে আদালতে তোলা হলে পুলিস তাকে ২দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট