রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত


বৃহস্পতিবার,২১/০২/২০১৯
830

বাংলা এক্সপ্রেস---

জমির নাম পরিবর্তনের সময় এবার থেকে আর লাগবেনা মিউটেশন এর টাকা। কৃষি জমির ক্ষেত্রে আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এবার বসতবাড়ি এবং অন্যান্য সব জমির ক্ষেত্রে এ সিদ্ধান্ত রাজ্য সরকারের।

জমির অবস্থান কি ? বাড়িতে বসেই জানা যাবে এবার থেকে তার জন্য নতুন অ্যাপস আনল রাজ্য সরকার। যার নাম রাখা হয়েছে “জমির তথ্য”। যারা জমি কিনবেন বা বিক্রি করবেন তারা জমি সম্পর্কিত সমস্ত তথ্য এই নতুন অ্যাপস থেকে জানতে পারবেন। জমির দাগ নাম্বার খতিয়ান সমস্ত তথ্য এই অ্যাপস থেকে জানতে পারা যাবে। এছাড়া আইনগত কোনো সমস্যা জমিতে রয়েছে কি না তাও জানতে পারা যাবে অ্যাপস থেকে।

রাজ্যে তৈরি হবে 25 টি সাইবার ক্রাইম সেক্টর। প্রতিটি পুলিশ জেলায় থাকবে একটি করে সেক্টর। এছাড়া সিআইডিতেও একটি সাইবার ক্রাইম সেক্টর থাকবে। এর জন্য 248 টি পদ রাখা হয়েছে।

বীরভূমে 50 একর জমিতে সোলার প্লান্ট তৈরি করা হবে।

2007 সাল থেকে বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি স্কুলে সুপারভাইজার পদের নিয়োগ শুরু হবে। 3376 টি পদ খালি রয়েছে। খুব দ্রুত শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া। মূলত মহিলাদের ক্ষমতায়ন এর জন্যই এই পদক্ষেপ রাজ্য সরকারের। সুপারভাইজার পদে নিয়োগ হবেন শুধুমাত্র মহিলারাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট