অগ্নিকান্ডের স্মৃতি ভুলে আবার “সিনেমা শো” শুরু প্রিয়ায়


বৃহস্পতিবার,২১/০২/২০১৯
797

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলের সঙ্গে সেনেমা প্রেমী বহু মানুষেরই নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। কিন্তু ভয়াবহ এক অগ্নিকান্ডে সব শেষ হয়ে যায়। বন্ধ হয়ে যায় সাধের প্রিয়া। আবার যে সেখানে “সিনেমা শো” শুরু হবে এমনটা বোধহয় কোন সিনেমা ভক্তই কল্পনা করতে পারেননি। কিন্তু মালিক পক্ষের সদিচ্ছায় আবারও সিনেমা প্রদর্শন শুরু হল প্রিয়াতে এবং আরও অত্যাধুনিক ভাবে দর্শকদের সামনে হাজির প্রিয়া সিনেমা।

বৃহস্পতিবার নবরূপে সজ্জিত প্রিয়ার উদ্বোধন হল মুূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। অবশ্য দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠান থেকে রিমোট এর মাধ্যমে এর সূচনা করেন মুূখ্যমন্ত্রী। এর পরপরই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্বাস্বত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, জুন মালিয়া, অরিন্দম শীল, পরিচালক গৌতম ঘোষ প্রমুখের উপস্থিতিতে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিশিষ্টজনেরা সকলেই প্রিয়া নিয়ে স্মৃতিচারণা করেন। নতুন করে প্রিয়ার পথ চলা শুরু হল গুপি গাইন বাঘা বাইন দিয়ে। কাল থেকে দেখা যাবে নগর কীর্তন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট