৮০ টি ইলেকট্রিক বাসের মধ্যে, ২০ টির শুভসূচনা আজ


বুধবার,২০/০২/২০১৯
774

বাংলা এক্সপ্রেস---

80 টি ইলেকট্রিক বাস যার মধ্যে কুড়িটি শুভ সূচনা হল আজ। 55 টা চার্জিং সেন্টার। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কুড়িটি পরিবেশবান্ধব সিএনজি বাস। গতিধারা প্রকল্প এর অন্তর্গত মহিলা চালিত বিশেষ ট্যাক্সি বা পিঙ্ক ক্যাব। নবরূপে যাদবপুরে 8বি বাস স্ট্যান্ড।

আসানসোলের দিকে চলবে সি এন জি বাস।

পরিবহন দপ্তর খুব ভালো কাজ করেছে বন্ধের সময়। রাস্তায় যাতে সব গাড়ি সচল থাকে সেই ব্যবস্থা করেছে তারা।

ডাবলু বি টি সি ডিপো থেকে চার্জ দেওয়া যাবে।

গতিধারা প্রকল্প 36 হাজার যুবককে সুবিধা দিয়েছে রাজ্য সরকার।

প্রাথমিক পর্বে কলকাতায় তিনটি রুটে চলবে ইলেকট্রিক বাস

এয়ারপোর্ট জোকা, শ্যামবাজার নবান্ন, সল্টলেক টালিগঞ্জ, এই তিনটে রুটে চলবে ইলেকট্রিক বাস।

গতিধারায় মহিলাদের দেড় লক্ষ টাকা সাবসিডি দেবে রাজ্য সরকার। মহিলাদের উৎসাহিত করতেই সাবসিডি বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর।

আগামী দিনে প্রায় এক হাজারেরও বেশি মহিলা চালিত গাড়ি চলবে।

চার কোটি 54 লক্ষ টাকা খরচ করে নতুন করে তৈরি করা হয়েছে যাদবপুরের 8বি বাসট্যান্ড।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট