নিহত শহীদ দের শ্রদ্ধা জানাতে গোপিবল্লভপুরের -রিভার ফিল্ড ক্রিকেট ক্লাবের অভিনব উদ্যোগ


বুধবার,২০/০২/২০১৯
465

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার কাশ্মীরে জঙ্গী হানার প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় মৌন মিছিল এত দিন চলছিল। গোপিবল্লভপুরের -রিভার ফিল্ড ক্রিকেট ক্লাবের উদ্যোগে অভিনব উদ্যোগ নেওয়া হল। নিহত শহীদ দের কথা মনে করিয়ে দিতে। এই ক্লাবের উদ্যোগে গোপিবল্লভপুরের বিভিন্ন বাড়ীর দেওয়ালে শহীদের উদ্যৈশে বিভিন্ন ছবি আঁকলেন এবং দেওয়াল লিখন করলেন ঐ ক্লাবের সদস্য রা।

তাদের চিন্তা ধারা যে এই শহীদ দের কথা মনে রাখার জন্য আমাদের এই উদ্যোগ। সবাই তাদের নিজস্ব বাড়ীর দেওয়ালে স্বেচ্ছায় দেওয়াল লিখন করতে দিয়েছেন। এমনকি কেও কেও যারা দেওয়াল লিখন অন্যান্য সময় করতে দেননা তারাও দিয়েছে দেওয়াল লিখতে। ঐ ক্লাবের জনা চল্লিশ সদস্য তারা দেওয়াল লিখনের মাধ্যমে শ্রদ্ধা জানালেন বীর শহীদ দের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট