জঙ্গীপুরঃ ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনের কাছে মঙ্গলবার রাতে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন রাত্রে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ী চলে যায়। প্রায় রাত একটার সময় তারা জানতে পারে তাদের দোকানে আগুন লেগেছে। স্থানীয়রা খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি চায়ের দোকান, একটি মোবাইলের সরঞ্জাম এবং একটি প্লাস্টিকের চেয়ারের দোকান ছিল বলে জানা গিয়েছে।
ধুলিয়ান রেল স্টেশনের কাছে মঙ্গলবার তিনটি দোকানে আগুন
বুধবার,২০/০২/২০১৯
576
বাংলা এক্সপ্রেস---