বাংলা এক্সপ্রেস,ওয়েবডেস্কঃ জমি থেকে পটল চুরির অপবাদে মাঝ বয়সী এক ব্যক্তিকে মধ্য যুগীয় বর্বরতার শাস্ত্রি, মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক। ঘটনাটি হাবড়া থানার গুমা বালুইগাছি এলাকায়। মৃত ব্যক্তির নাম রমজান আলি মন্ডল ৪৯। ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাবড়া থানা। তদন্তে নেমে অভিযুক্ত জমির মালিক লাল মিঞাকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার । পুলিশ সুত্রে খবর পুলিশী জেরায় অভিযুক্ত স্বীকার করেছে দীর্ঘ দিন ধরে তাদের জমি থেকে পটল চুরি হচ্ছিল তাই রাত পাহারার ব্যবস্থা করে তারা, সে সময় হাতে নাতে ধরে ফেলে রমজান আলিকে সে সময় এলাকার মানুষ মারধর শুরু করে। তবে মেরে ফেলার উদ্দেশ্যে তারা মারধর করেনি বলে জানিয়েছে পুলিশি জেরায়। ধৃতকে পুলিশী হেপাজত চেয়ে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে। তদন্তে হাবড়া থানা। ঘটনায় বাদবাকি অভিযুক্তরা এখনো অধরা।
জমি থেকে পটল চুরির অপবাদে মধ্য যুগীয় বর্বরতার শাস্ত্রি, গ্রেপ্তার এক
বুধবার,২০/০২/২০১৯
513