সেলিম হাসান, বাসন্তী: লরি উল্টে গুরতর আহত দুই জন। ঘটনাটি বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের মিশন বাজারের কাছে সকাল ১১টা নাগাদ দূর্ঘটনাটি ঘটে। মিশন বাজার গামি একটি ১০ চাকা পাথর বোঝাই লরি যাওয়ার সময় নয়ানজুলিতে উল্টে যায়। গাড়িতে থাকা ড্রাইভার সহ বেশ কয়েকজন আশ্চর্যজনক ভাবে কিছু না হলেও, তার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে স্থানীয় জনতার সাহায্যে মিশন বাজারস্থিত নার্সিংহোমে ভর্তি করা হয়। এই নিয়ে এলাকার জনতা ক্ষোভ দেখাতে থাকে। তাঁরা বলেন আমাদের দীর্ঘদিনের দাবি এই রাস্তার অথচ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের এমনকি মন্ত্রী থেকে এমপি, এম এল এ, বিডিও ও স্থানীয় পঞ্চায়েত কে জানিয়ে কোনো ফল পাইনি।
জনৈক গ্রামবাসী ছায়েত খান বলেন আমরা কয়েকদিনের মধ্যেই স্কুলের শিক্ষক ছাত্র, ছাত্রী সহ গ্রাম বাসি মিলে বড়সড় আন্দোলনে নামতে চলেছি। যতক্ষণ না আমাদের দাবি পুরন হবে আন্দোলন চলতে থাকবে। বস্তুত চড়াবিদ্যা হতে চুনাখালি পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটারের মধ্যে চড়াবিদ্যা থেকে ১ কি:মি:, ও চুনাখালি থেকে ২ কি:মি: রাস্তা হয়েছে। মাঝে ৬ কিঃমিঃ অবস্থা খুবি খারাপ। এ রাস্তা নিয়ে এলাকার জনগণের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ। রাস্তা ও তার পাশে থাকা নয়ানজুলি সমানে সমানে। বৃষ্টি হলে রাস্তায় জ্বল জমে যায়। এমনি সময়েও দূর্ঘটনা লেগেই আছে। এ রাস্তায় একমাত্র যাতায়াতের ভরসা ইঞ্জিন ভ্যান। তাও কোনো রকমে চলে চড়াবিদ্যা হতে মিশন বাজার পর্যন্ত। এলাকা বাসি চাতক পাখির মত তাকিয়ে আছে কবে এই রাস্তার কাজ শুরু হয়।