পশ্চিম মেদিনীপুর: এয়ার হর্ন এর জ্বালায় এতদিন রাস্তায় কান ঝালাপালা হতো মেদিনীপুর বাসির। তাই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এবার এয়ার হর্ন খুলতে রাস্তায় নামল। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর ট্রাফিক গার্ড বেশকিছু বাসের এয়ার হর্ন খুলে নেয়। এর পরেই অবশ্য পুলিশি জুলুমের অভিযোগ তুলে পথ অবরোধ করে বাস মালিক সংগঠন। বাস মালিকদের দাবি এয়ার হর্ন না ব্যবহারের জন্য কোনরকম নির্দেশিকা দেওয়া হয়নি জেলা প্রশাসনের তরফ থেকে।
হঠাৎ এভাবে কোন নির্দেশিকা ছাড়া এয়ারফোন খুলে নেওয়া কতটা আইনসঙ্গত সে বিষয়ে প্রশ্ন তুলেছে বাস মালিক সংগঠন। এদিন মেদিনীপুর শহরে বাস স্ট্যান্ড এ ঢোকার মুখে প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ করে বাস চালকরা। প্রতীকী অবরোধ হলেও ভবিষ্যতে যে আন্দোলনের পরিধি আরো বাড়বে তা স্পষ্ট করে দিয়েছেন বাস চালকরা।
অন্যদিকে জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া জানান, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই পুলিশ বাসের এয়ার হর্ন খুলে নিচ্ছে। এরপরেও যদি বাস মালিকরা সচেতন না হয় তাহলে আরো কড়া পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার। পুলিশ ও বাস মালিকদের এই সংঘাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে।