পশ্চিম মেদিনীপুর: অবশেষে নিজেদের বাসস্থানের উদ্দেশ্যে রওনা দিলেন বাংলাদেশী পুর্ণার্থীরা। প্রতি বছরই এই একটি দিনের জন্য প্রায় ২ দিন ধরে ট্রেন যাত্রা করে মেদিনীপুরে আসেন হাজার হাজার বাংলাদেশী পুর্ণার্থী। তাদের বিশ্বাস এই মেদিনীপুরের মাটিতে পা রাখলে তাদের সমস্ত মনস্কামনা পূর্ন হবে। আর এই বিশ্বাসকে ভক্তি সহকারে গত ১১৮ বছর ধরে পালন করে আসছেন কয়েক হাজার বাংলাদেশী।
গত ১৭ ফেব্রুয়ারী সকাল ৬.১৫ মিনিট নাগাদ তারা মেদিনীপুরে এসেছিলেন এবং ১৮ ফেব্রুয়ারী রাত্রী ১০ টা নাগাদ মেদিনীপুর ষ্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল বাংলাদেশের ট্রেন। পুর্ণার্থীদের প্রবেশ করা থেকে বিদায় কাল পর্যন্ত যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সচেষ্ট ছিল জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে পৌর প্রশাসন সকলেই। গতকাল রাতে জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়ার উপস্থিতিতে তীর্থযাত্রীদের রাতের খাবার জল প্রদান করা হয়। ভারত বাংলাদেশের মানুষ একে অপরকে সৌভাতৃত্বের আলিঙ্গন করে নজির গড়লেন দুই দেশবাসীদের কাছে। যা সত্যি ঐতিহাসিক এই মেদিনীপুরের ক্ষেত্রে।