কাপড়ে মোড়া অবস্থায় গর্ভস্থ ভ্রুন উদ্ধার ঘিরে চাঞ্চল্য সবংএ


মঙ্গলবার,১৯/০২/২০১৯
440

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: সবং থানার পুলিশ ভ্রূণটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। মঙ্গলবার সকালে ৪নং দশগ্রাম অঞ্চলের বেহুলার খেয়া সংলগ্ন এলাকায় একটি জমির ধারে গর্ভস্থ ভ্রূণ কাপড়ে মোড়া অবস্থায় দেখতে পায় এলাকাবাসীরা।ঘটনায় সবং থানায় খবর দেওয়া হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ছুটে আসেন ঘটনাস্থলে।

এলাকাবাসীদের দাবি গর্ভস্থভ্রূণকে কেউ বা কারা ফেলে জমির ধারে ফেলে চলে যায়।মনে করা হচ্ছে অবৈধ সম্পর্কের জেরে হওয়া বাচ্চাকেই হয়তো কেউ এভাবে ফেলে গিয়ে থাকবে। ভ্রুনটির আনুমানিক বয়েস ৪মাসের হতে পারে।তদন্তে সবং থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট