সাউথ আফ্রিকা ও শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত ডারবানে প্রথম টেস্টে রোমান্স ভরা ছিল।কে জিতবে সাউথ আফ্রিকা নাকি শ্রীলঙ্কা?শেষপর্যন্ত শ্রীলংকা মাত্র ১ উইকেটে জয় লাভ করে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল।সাউথ আফ্রিকা প্রথম ও দ্বিতীয় ইনিংসে যাথাক্রমষমে ২৩৫ ও ২৫স৯ রান করছ।শ্রীলঙ্কা দুটি ইনিংসে করেন ১৯১ ও ৩০৪/৯।মাত্র ১১০ রানে লঙ্কানদের ৫ টি উইকেটের পতন হয়।জয় তখন হাতছানি দিচ্ছিল প্রোটিয়িদের দিকে।কিন্তু কার্যত ডুবে যাওয়া তরিকে তীরে ফিরিয়ে আনার কিজটি করলেন কুশল পেরেরি।তাঁর বীরোচিত ১৫৩ রানের অপরাজিত ইনিংসের কারণে জেতা ম্যাচ হাতছাড়া হয় সাউথ আফ্রিকার।ডারবান টেস্টকে তাই কেউ কেউ কুশল পেরেরি টেস্ট বলে অভিহিত করছেন।টেস্ট ম্যাচটি যদি একটা সিনেমা হয় তবে পেরেরে হলেন খলনায়ক।
রোমাঞ্চকর ম্যাচে ডারবান টেস্ট মাত্র ১ উইকেটে জিতল শ্রীলঙ্কা
মঙ্গলবার,১৯/০২/২০১৯
566
বাংলাএক্সপ্রেস---