বাংলা এক্সপ্রেস, ওয়েব ডেস্কঃ অস্ত্রকারখানার হদিশ পেয়ে অভিযানে নেমে একজন কে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম আব্দুল কারি মণ্ডল। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার বাটরা গ্রামের। গোপন সুত্রে খবর পেয়ে এদিন বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপ ও জয়নগর থানার পুলিশ অভিযানে নামে। হদিশ পায় বাড়িতে দীর্ঘদিন ধরে চলা অস্ত্র কারখানার। পুলিশ সেখান থেকেই উদ্ধার করে বেআইনি অস্ত্র ও অস্ত্র নির্মানের সামগ্রী। বাজেয়াপ্ত করে তিনটি ডাবল ব্যারেল পাইপ বন্দুক, সাতটি লোহা তৈরি ব্যারেল, ১২টি স্প্রিংস, কাঠের গুঁতা,১৩ রাউন্ড ১২ বোয়ার গোলাবারুদ, ৫২ টি রাউন্ড ১২ বোয়ার ফাঁকা গোলাবারুদ, তিনটি মোবাইল এবং হাত ড্রিল মেশিন, ফাইল, স্ক্রু ড্রাইভার ইত্যাদি। এই অস্ত্র কারখানার পিছনে বড় কোন হাত আছে কি খতিয়ে দেখছে পুলিশ। আজ ধৃতকে বারুইপুর আদালতে তোলা হলে নিজেদের হেফাজত চেয়ে আবেদন করা হবে,পুলিশ সূত্রের এমনটিই খবর।
বেআইনি অস্ত্রকারখানার হদিশ, ধৃত এক
সোমবার,১৮/০২/২০১৯
470