কফিন বন্দি জওয়ানের মৃতদেহ পৌঁছালো বাড়িতে


শনিবার,১৬/০২/২০১৯
537

আক্তারুল খাঁন---

হাওড়া: গোটা দেশ শোকস্তব্ধ, সমস্ত রাজনৈতিক দল থেকে সমাজের সর্বস্তরের মানুষ। ৪২ জন তর তাজা তরুনের রক্ত আমাদের শোকস্তব্ধ করে দিয়েছে।শহীদ সেনা দের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার মতো ভাষা নেই। এই রকম পরিস্থিতির মধ্যে শহীদ সেনা বাবলু সাঁতরার দেহ এল বাউড়িয়ার চককাশি গ্রামের বাড়িতে। জাতীয় পতাকায় মোড়া শহীদ জওয়ানের দেহ পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে এলাকার মানুষ এসেছেন। রয়েছেন রাজ্যের তিন মন্ত্রী নির্মল মাজি, অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়। রয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, সায়ন্তন বসুও উপস্থিত রয়েছেন। গান স্যালিউটে শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও হাজার হাজার মানুষ তাদের চোখের জলে শেষ শ্রদ্ধা জানায়। বাউড়িয়ার গোটা এলাকায় একেবারেই শোকস্তব্ধ। কেউই মানতে পারছে না বাবলু আজ আমাদের মধ্যে নেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট