তিনজন মহিলাকে নিশংস ভাবে খুনের ঘটনায় অভিযুক্ত নিত্যানন্দ দাসের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ আদালতের


শুক্রবার,১৫/০২/২০১৯
561

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ ২০১৪ সালের ৬ই জানুয়ারি বহরমপুরের আসাবরী একটি বহুতল আবাসনে তিনজন মহিলাকে নিশংস ভাবে খুনের ঘটনায় অভিযুক্ত নিত্যানন্দ দাসের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বহরমপুর জেলা আদালতের বিচারক পার্থসারিথী চ্যাটার্জী অভিযুক্ত নিত্যানন্দকে দোষী সাবস্থ্য করেন। শুক্রবার বিচারক পার্থসারথী চ্যাটার্জী ৪২৮ধারায় ১০বছরের কারাবাস, ৩৯২ধারায় ১০বছরের কারাবাস, ৩০২ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং ৪৪৮ধারায় ২বছরের কারাবাস এছাড়াও ২০হাজার টাকা জরিমানা। অনাদায়ে ৬মাসের জেল ঘোষণা করেন।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট