‘এই জঘন্য হামলার প্রতিশোধ আমরা নেবই’ টুইট সিআরপিএফের


শুক্রবার,১৫/০২/২০১৯
587

বাংলাএক্সপ্রেস---

বৃহস্পতিবার জম্বু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হামলায় ৪২ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। শোক এবং সমবেদনায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। কান্নায় ভেঙে পড়েছেন জওয়ানদের পরিবার। বদলা নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন দেশের সাধারণ মানুষ থেকে সেলিব্রেটিরা। এবার বদলার কথা ঘোষণা করলেন সিআরপিএফ। টুইট করে সিআরপিএফ এর পক্ষ থেকে বলা হয় ,”আমরা ভুলব না,আমরা ক্ষমা করব না। শহীদ জওয়ানদের আমরা সেলুট জানাই। শহীদ ভাইদের পরিবারের পাশেই রয়েছি আমরা। এই জঘন্য হামলার প্রতিশোধ আমরা নেবই।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট