কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হাওড়ার বাউড়িয়ার সেনা জওয়ান


শুক্রবার,১৫/০২/২০১৯
373

আক্তারুল খাঁন---

কাশ্মীরে পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হলেন হাওড়া জেলার বাউড়িয়ার বাবলু সাঁতরা। মাস খানেক আগে শেষবারের মতো বাড়ি এসেছিলেন তিনি৷ আগের দিন ফোনও করেছিলেন৷ খোঁজ নেয়েছিলেন পাঁচ বছরের মেয়ে ও বৃদ্ধা মায়ের৷স্ত্রীকে বলেছিলেন, আর কয়েক মাসের অপেক্ষা, তারপরই বাড়ি ফিরে আসবেন৷ হ্যাঁ, তিনি ফিরছেন, তবে কফিন বন্দি অবস্থায়৷

কারণ, বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হয়েছেন হাওড়ার বাউরিয়ার চককাশী রাজবংশী পাড়ার বাসিন্দা সিআরপিএফ জওয়ান বাবলু সাঁতরা৷ দীর্ঘ কর্মজীবনে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছেন ভারতীয় সেনার এই বীর যোদ্ধা৷ বারাবরই রণক্ষেত্রে শত্রুর বুলেটের সামনেও নিডর ছিলেন তিনি৷ কিন্তু বৃহস্পতিবার জইশ জঙ্গিদের কাপুরুশোচিত হামলায় শহিদ হন তিনি৷ শোকস্তব্ধ গোটা এলাকা৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট