বিশেষ সংবাদদাতা: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয় ‘বিধান ভবন’-এ এক অনুষ্ঠানে এ রাজ্যের A.I.U.D.F দলটির সম্পূর্ণ রাজ্য কমিটি সহ উক্ত রাজনৈতিক দলটির পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম বর্ধমানের প্রচুর কর্ম-সমর্থক ও নেতৃবৃন্দ বসিরউজ্জমান কয়াল -এর নেতৃত্বে কংগ্রেসে যোগদান করলেন। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র মহাশয় তাঁদের হাতে আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন।
কংগ্রেসে যোগদান
শুক্রবার,১৫/০২/২০১৯
1009
বাংলা এক্সপ্রেস---