জম্বু কাশ্মীরের পুলাওয়ামাতে আইইডি হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ জন।আহতর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।জঙ্গিরা সিআরপিএফের কনভয়কে লক্ষ্য করে গ্রেনেড হামলার পাশাপাশি গুলিও চালায়।প্রথমে ১৮ জন নিহত ও ২৫ জন আহত হন।পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে।২০১৬ সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর আজ কাশ্মীরে এত বড় হামলা চালাল জঙ্গিরা।জওয়ানদের উপর নৃশংস হামলার প্রতিক্রিয়ায়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,” জওয়ান দের আত্মবলিদান কখনো ব্যার্থ হবে না।এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।জঙ্গিরা শাস্তি পাবে।সারা দেশ শহিদ জাওয়ানদের পরিবারের পাশে রয়েছে।”
এই হামলার নিন্দা জানিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন অন্যান্য রাজনৈতিক নেতারাও।
মৃতের সংখ্যা বেড়ে ৩০ ,জওয়ানদের আত্মবলিদান ব্যর্থ হবে না:মোদি
বৃহস্পতিবার,১৪/০২/২০১৯
539
বাংলাএক্সপ্রেস---